thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

বয়স কমানোর ওষুধ আবিষ্কার

২০১৮ মে ১৬ ১৪:০০:৪৫
বয়স কমানোর ওষুধ আবিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলীয় একদল গবেষক আবিষ্কার করেছেন বয়স কমানোর ওষুধ। দেশটির কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এ ওষুধ আবিষ্কৃত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ও বয়স গবেষণা কার্যক্রমের আওতায় বয়স ধরে রাখার এ ওষুধ আবিষ্কার নিঃসন্দেহে চিকিৎসা বিজ্ঞানের একটি যুগান্তকারী মাইলফলক। খবর- ডেইলি মেইল।

গবেষকরা বলছেন, আবিষ্কৃত ওষুধের ফলে মানুষের বেঁচে থাকা ও মৃত্যুর ধরন বদলে যেতে পারে। শিগগিরই এ ওষুধ তৈরি করার কাজ শুরু হবে। গবেষণা দলের প্রধান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কেন ও ব্রায়েন বলেন, প্রাথমিক যে পদ্ধতিটি পাওয়া গেছে তাতে ৬০ বছরের একজন মানুষের দেহের কোষকে ৪০ বছর বয়সী কোষে পরিণত করা সম্ভব। শুধু তাই নয়, এ ওষুধের মাধ্যমে ডিএনএ’র পরিবর্তন রোধ করাও যাবে। ফলে ক্যান্সার, হৃদ্রোগ, কোলেস্টেরল ও বাত রোগীদের চিকিৎসা করা যাবে এ ওষুধে।

আগামী বছরের দিকে ওষুধটি মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা সম্ভব হবে গবেষকরা আশা করছেন। এজন্য ব্যয় হবে প্রায় ৩২ কোটি ৫০ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর