thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘বিএনপি পুরোপুরি অসৎ’

২০১৮ মে ১৭ ০১:৫৬:১৫
‘বিএনপি পুরোপুরি অসৎ’

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়বিএনপিকে পুরোপুরি অসৎ বলে মন্তব্য করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।বুধবার বিকেলে তিনি এই পোস্টটি দেন।

বাসসের খবরে বলা হয়েছে, ফেসবুক পোস্টে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেককে অভিনন্দন জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘বিএনপি পুরোপুরি অসৎ। প্রতিদিন প্রেস কনফারেন্স করে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। তারা এখন খুলনার মেয়র নির্বাচন সম্পর্কে কথা বলছে। যদিও তাদের প্রার্থী আমাদের আওয়ামী লীগ প্রার্থীর অর্ধেক ভোট পেয়েছে। ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র তিনটি কেন্দ্রে সমস্যা হয়েছে, যা মাত্র ১ শতাংশ। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে এবং ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, বিএনপি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মালিকানা নিয়ে অভিযোগ তুলেছে। এটি পুরোপুরি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির মালিকানাধীন। এটি টেলিটক, বিটিসিএল ইত্যাদির মতো শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বঙ্গবন্ধু-১ একটি বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ। আমরা যাতে ট্রান্সপন্ডার্স বিক্রি করতে পারি এবং বাংলাদেশ সরকার যাতে অর্থ আয় করতে পারে, সে জন্য সক্ষমতাসহ এটি তৈরি করা হয়েছে। যেকোনো ব্যক্তি আমাদের স্যাটেলাইট থেকে ট্রান্সপন্ডার্স ক্রয় করতে পারবে।’

(দ্য রিপোর্ট,টিআইএম/১৭মে,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর