thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

২০১৮ মে ১৭ ০৯:৩৩:৫১
রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে তথাকথিত 'বন্দুকযুদ্ধে' আবুল হাসান ওরফে হাসান নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মে) ভোরে মহানগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।

নিহত হাসান ঘটিয়াল রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি দামকুড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মালেক। তার নামে রাজশাহীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যাসহ ১৬টি মামলা রয়েছে।

র‌্যাব-৫ এর অপারেশন অফিসার এএসপি শেখ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম নবগঙ্গা ৫ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। ওই সময় সেখানে একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল। উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও বন্দুকযুদ্ধে মারা যান হাসান ঘটিয়াল।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ নিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর