thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

২০১৮ মে ১৭ ১০:৪৪:৫৯
সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৯টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গুপীন্দ্রনাথ সরকার (৪৫) ও তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ (২৮) ও একই উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী রেনুকা খাতুন (৪০)।

আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঢাকা থেকে মামুন এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গায় যাওয়ার পথে খালকুলায় একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর