thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাসচাপায় নাজিমের মৃত্যুতে মামলা

২০১৮ মে ১৮ ১৬:৫১:৩১
বাসচাপায় নাজিমের মৃত্যুতে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাসচাপায় ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন কর্মকর্তা নাজিম উদ্দিনের (৪১) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

নাজিম উদ্দিনের ভায়রা আবদুল আলিম বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। মামলায় দুজনকে আটক করা হলেও মূলহোতা মঞ্জিল বাসের চালক পলাতক রয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মামলায় শ্রাবণ সুপার পরিবহনের চালক ওহিদুল ও মঞ্জিল পরিবহনের চালকের সহকারী কামালকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মঞ্জিল বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ৯টায় রাজধানীর মেয়র হানিফ উড়াল সেতুর ওপর শ্রাবণ সুপার ও মঞ্জিল নামের দুটি বাসের রেষারেষির মধ্যে পড়ে নিহত হন নাজিম।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর