thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

মুম্বাইয়ে মুসলমানদের কাছে ফ্ল্যাট বিক্রি নয়

২০১৩ নভেম্বর ০৮ ১৪:২৫:০৬
মুম্বাইয়ে মুসলমানদের কাছে ফ্ল্যাট বিক্রি নয়

দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে একটি ফ্ল্যাট বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন এক বিক্রেতা। বিজ্ঞাপনে বলা হয়েছে, দুই বেডরুমের সাজানো-গোছানো ও আলো-বাতাসে ভরপুর ওই ফ্ল্যাটের দাম তিন কোটি রুপি। সঙ্গে গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। তবে বিজ্ঞাপনদাতা স্পষ্ট করেই বলে দিয়েছেন, কোনো মুসলমানের কাছে ফ্ল্যাট বিক্রি করবেন না তিনি।

অক্টোবরের ২৭ তারিখে পণ্য কেনাবেচার পোর্টাল নাইনটি নাইন একরস-এ বিজ্ঞাপনটি পোস্ট করা হয়।

এদিকে, ওই বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সমাজকর্মী ও আইনজীবী শেহজাদ পুনাওয়ালা বিজ্ঞাপনদাতা ও নাইনটি নাইন একরসের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার আদায়ে গঠিত ন্যাশনাল কমিশন অব মাইনোরিটিস-এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘এই বিজ্ঞাপনটি আমাদের সমাজে বিদ্যমান কুসংস্কার ও বাঁধাধরা চিন্তারই বহিঃপ্রকাশ। আমি নাইনটি নাইন একরসকে দেরি না করে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ এই বিজ্ঞাপনের বিরুদ্ধে এরই মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

নাইনটি নাইন একরস এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আমাদের সাইটে এ ধরনের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় আমরা ভীষণ বিব্রত।’

বিজ্ঞাপনদাতা ভিশাল ডি সুজার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার অফিসের এক কর্মী জানান, ‘এই বিজ্ঞাপন নিয়ে সমস্যা তৈরি হলেও, মুম্বাইতে এ ধরনের ঘটনা মোটেও নতুন নয়। এখানে মুসলিম পরিবারের কাছে বাড়ি ভাড়া কিংবা বিক্রি করতে চান না মালিকারা। আর তারা সেটা স্পষ্ট করে জানিয়েও দেন।’ সূত্র: এনডিটিভি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর