thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আফগানিস্তানে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ৮

২০১৮ মে ১৯ ০৯:৪২:১৩
আফগানিস্তানে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ৮

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে রকেট বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ মে) রাতে এই বিস্ফোরণ ঘটে। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় কাউন্সিলের এক সদস্য সোহরাব কাদেরি জানান, বিস্ফোরণ দুটি ঘটে একটি ফুটবল খেলার মাঠে। সেখানে পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল।

সোহরাব জানান, দুটি রকেট স্টেডিয়ামে বিস্ফোরিত হয়। এতে ৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। কিন্তু হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

নাঙ্গারহার প্রাদেশিক সরকারের এক মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি।

পাকিস্তানের সীমান্তবর্তী নাঙ্গারহার প্রদেশে এই বছর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে সরকারি হিসাব রক্ষণ অফিসে সমন্বিত হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর