thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

শৌচাগারে পাওয়া গেল ৪৫টি স্বর্ণের বার

২০১৮ মে ১৯ ১৬:৪১:৩৬
শৌচাগারে পাওয়া গেল ৪৫টি স্বর্ণের বার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সৌদি আরব থেকে আসা একটি উড়োজাহাজের শৌচাগারে পাওয়া গেছে ৪৫টি স্বর্ণের বার।

জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার দুপুরে তল্লাশি চালিয়ে এই সোনা পাওয়া যায় বলে বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফ্লাইটটির শৌচাগার থেকে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এই সোনার ওজন ৫ কেজি ২৬৫ গ্রাম।’ এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিমানের ফ্লাইটটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলেও জানান সারওয়ার।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর