thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

দেশে ‘বন্দুকযুদ্ধে’র নামে হত্যাযজ্ঞ চলছে : রিজভী

২০১৮ মে ২০ ১৩:২৬:০৭
দেশে ‘বন্দুকযুদ্ধে’র নামে হত্যাযজ্ঞ চলছে : রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’র নামে হত্যাযজ্ঞ চলানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘গত তিন দিনে ৪ জেলায় বিচার বহির্ভূত বন্দুকযুদ্ধে সাত জন নিহত হয়েছেন। রমজান মাসে পোকা-মাকড়ের মতো বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যার হিড়িক চলছে।’

রবিবার (২০ মে) বেলা ১২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বর্তমানে দেশে যেন আইনশৃঙ্খলা বাহিনীর বিচার বহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস করছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘সরকারের একতরফা নির্বাচনের নীল নকশার বিরুদ্ধে মুখ খুলতে যাতে কেউ সাহস না করে এজন্য বিনা বিচারে হত্যা করছে আইনশৃঙ্খলা বাহিনী। অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত মানুষ হত্যা বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই সরকারের আমলে হওয়া সব বিচার বহির্ভূত হত্যার তদন্ত দাবি করছি।’

‘খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কী’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি বলতে চাই, বিশাল সম্পর্ক আছে। তার এই বক্তব্য একতরফা নির্বাচনেরই ইঙ্গিত দেয়।’

রমজানেও দেশজুড়ে লোডশেডিং, গ্যাস ও পানির তীব্র সংকট চলছে বলে দাবি করে রিজভী বলেন, ‘গ্যাস সংকটের কারণে বিভিন্ন এলাকায় মানুষের চুলা জ্বলছে না। ফলে সেহেরি ও ইফতারি তৈরি করতে হিমশিম খাচ্ছে। পানি সংকটের কারণে রান্না থেকে শুরু করে ওজু -গোসল করতে পারছে না।’

(দ্য রিপোর্ট/এনটি/মে ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর