thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ফরেক্সে লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

২০১৩ নভেম্বর ০৮ ১৪:৪৬:৪৪
ফরেক্সে লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ফরেক্স মার্কেটের নামে বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেন করতে এক শ্রেণির অসাধু ব্যক্তি অনলাইনে নামসর্বস্ব ব্রোকারেজ হাউজ চালু করেছে। এসব ব্রোকারেজ হাউজের মাধ্যমে প্রতারক চক্রটি অল্পসময়ে বিপুল পরিমাণ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে অ্যাকাউন্ট খুলতে উদ্বুদ্ধ করে। প্রাথমিক অবস্থায় গ্রাহকরা স্বল্প বিনিয়োগে মুনাফা পেতে শুরু করে। এরপর অধিক মুনাফার লোভে আরো বিনিয়োগ করে গ্রাহকরা। এই ক্ষেত্রে দেওয়া হয় ১:২০০ অনুপাতে ঋণ সুবিধা। এই লেনদেনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অবৈধপন্থায়। যা কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স বিভাগের উপ-পরিচালক মাহমুদুর নবী বলেন, বৈদেশিক মুদ্রার এই ধরনের লেনদেন দেশের প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী। জনসাধারণকে সতর্ক করার পাশাপাশি খুব শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি আরো কঠোর করা হবে।

(দিরিপোর্ট২৪/এএইচ/এপি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর