thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নিরক্ষরদের আঙুলের ছাপে ব্যাংকে মিলবে টাকা

২০১৮ মে ২১ ২০:২৮:১৫
নিরক্ষরদের আঙুলের ছাপে ব্যাংকে মিলবে টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক নিরক্ষর গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে (টিপসই) চেকের মাধ্যমে ব্যাংকে লেনদেন সুযোগ করে দেয়ার নির্দেশ দিয়েছে।

নিরক্ষর গ্রাহকদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বায়োমেট্রিকস, চক্ষু শনাক্তকরণ বা মুখমণ্ডল যাচাই সিস্টেম চালু করতে হবে। তবে সুনির্দিষ্ট সময়ের মধ্যে নিরক্ষর গ্রাহকদের স্বাক্ষর করার উপযুক্ত করে তুলতে হবে।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব মানুষকে আর্থিক সেবার আওতায় আনার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বাক্ষরদানকারী গ্রাহকের মতো নিরক্ষর গ্রাহকরা ব্যাংকে এসে চেক দিতে পারবেন। এ ক্ষেত্রে নিরক্ষর গ্রাহকরা পরিচিতজন সঙ্গে নিয়ে এসে বা ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে চেক লিখে নেবেন। চেক লেখার পর সংশ্লিষ্ট কর্মকর্তার ওই গ্রাহককে চেক পড়ে শোনাতে হবে। এরপর নির্ধারিত স্থানে বামহাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে তা কাউন্টারে দিতে হবে। কর্মকর্তারা ওই টিপসই যাচাই এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার পর টাকা প্রদান করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো কারণে গ্রাহক ব্যাংকে আসতে অক্ষম হলে ব্যাংকের কর্মকর্তারা বাড়িতে গিয়ে চেক পূরণ করে আনবেন এবং গ্রাহক মনোনীত ব্যক্তির হাতে চেকের টাকা প্রদান করবেন। এ ছাড়া নিরক্ষর গ্রাহক যাতে সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্বাক্ষর করতে সক্ষম হন সেই পদক্ষেপ গ্রহণ করবে ব্যাংক। এ জন্য প্রয়োজনে বিভিন্ন এনজিওর সহযোগিতা নেয়া যাবে।

ওই প্রজ্ঞাপনে নিরক্ষর গ্রাহকরা যাতে লেনদেন করতে পারেন এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে ব্যাংকগুলোকে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর