thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মার্কেন্টাইল ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে

২০১৮ মে ২২ ১৬:২৯:০৩
মার্কেন্টাইল ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সবশেষ সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমেবল সাবঅর্ডিনেটেড বন্ড।

শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।

মার্কেন্টাইল ব্যাংকের বন্ডটির প্রতিটির ইউনিট মূল্য রাখা হয়েছে ১ কোটি টাকা। ব্যাংকটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তোলিত এই অর্থ দিয়ে টায়ার ২ ক্যাপিটাল বেস এর শর্ত পরিপালন করবে।

ব্যাংকটির বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর