thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

সাকিবের হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে চেন্নাই

২০১৮ মে ২৩ ০৯:৩২:৪১
সাকিবের হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে চেন্নাই

দ্য রিপোর্ট ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠে গেল চেন্নাই সুপার কিংস। ফাফ ডু প্লেসিসের একার লড়াইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া চেন্নাইকে একাই টেনে তুলেন চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান ওপেনার প্লেসিস। ৪২ বলে চার ছয় ও পাঁচ বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের লড়াকু ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন চেন্নাইয়ের এ ওপেনার।

আইপিএলের কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে হায়দরাবাদ। টার্গেট তাড়া করতে নেমে ফাফ ডু প্লেসিসের ৬৭ রানের হার না মানা ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

অঘোষিত ‘ফাইনাল’ ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। ১৩৯ রান করা হায়দরাবাদকেও জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা। কিন্তু সেই চাপ আর অব্যহত রাখতে না পারায় হেরে যায় হায়দরাবাদ।

ইনিংসের শুরুতে হায়দরাবাদকে ব্রেক থ্রু এনে দেন ভুবেনেশ্বর কুমার। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই চেন্নাইয়ের অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসনকে ফেরান ভুবেনেশ্বর।

এরপর চেন্নাইয়ের শিবিরে আঘাত হানেন সিদ্ধার্থ কোল। এই পেস বোলারের গতির সামনে দাঁড়াতেই পারেননি সুরেশ রায়না ও আম্বাতি রাইডু। ইনিংসের চতুর্থ ওভারে পরপর দুই বলে রায়না-রাইডুকে ফেরান হায়দরাবাদের এই মিডিয়াম ফাস্ট বোলার।

২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া চেন্নাইকে ফের বিপদে ঠেলে দেন হায়দরাবাদের লেগ স্পিনার রশিদ খান।

দলীয় ৩৯ রানে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ফেরান আফগান এ তারকা ক্রিকেটার। ১৮ রানের ব্যবধানে চেন্নাইয়ের ক্যারিবিয় অলরাউন্ডারকেও সাজঘরের পথ দেখিয়ে দেন রশিদ খান।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর