thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সালাহ রোজা রেখেই মাঠে নামবেন

২০১৮ মে ২৫ ১১:০১:১৮
সালাহ রোজা রেখেই মাঠে নামবেন

দ্য রিপোর্ট ডেস্ক: রোজা রেখেই মাঠে নামবেন সালাহ মোহাম্মদ সালাহর নাম এখন আর কারও অজানা থাকার কথা নয়।

ইতোমধ্যে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন এই মিশরীয় ফুটবলার। জায়গা করে নিয়েছেন সময়ের সেরা তারকা মেসি, রোনালদো ও নেইমারের পাশে। আর তার পারফরম্যান্সের ওপর ভর করেই প্রায় এক দশক পর প্রথম ইউরোপের বড় মঞ্চের ফাইনালে খেলছে লিভারপুল। শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটি। যেখানে মোহাম্মদ সালাহ রোজা রেখেই খেলার ঘোষণা দিয়েছেন।

মিসরীয় পত্রিকা আল মাসরি আল ইয়ুম বলছে, রোজা রেখেই মাঠে নামবেন সালাহ। যদিও আর মাত্র ৩০ মিনিট পর খেলা শুরু হলে সালাহকে এতো কষ্ট করতে হতো না। কারণ ফাইনাল যখন শুরু হবে তখনও কিয়েভে সূর্য অস্ত যেতে বাকি থাকবে ৩০ মিনিট। তাই সালাহ সিদ্ধান্ত নিয়েছেন রোজা রেখে ম্যাচের ৩০ মিনিট পর পানি খেয়ে ইফতার করবেন।

লিভারপুল দলের সবাই জানেন সালাহ ধর্মপ্রাণ মুসলমান। সালাহ ছাড়াও তার দলে রয়েছেন সেনেগালের মুসলিম ফুটবলার সাদিও মানে। মূলত মানে, সালাহ এবং ফিরমিনোর নৈপুণ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছে লিভারপুল।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর