thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মাগুরায় নছিমন উল্টে নিহত ২

২০১৮ মে ২৬ ১২:২৬:০৪
মাগুরায় নছিমন উল্টে নিহত ২

মাগুরা প্রতিনিধি : মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় একটি নছিমন উল্টে দুই জন নিহত হয়েছে।

শনিবার (২৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার মোল্যার ছেলে নূর ইসলাম (২৭) ও শোলই গ্রামের আকতার হোসেনের ছেলে মামুন (২৫)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় মাল বোঝাই একটি নছিমন ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে চালক নূর ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন (২৫) নামের আরও এক আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর