thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

চট্টগ্রামে দু‘গ্রামবাসীর সংঘর্ষ, ৭ ট্রাকে আগুন

২০১৮ মে ২৭ ০৯:৫২:০৯
চট্টগ্রামে দু‘গ্রামবাসীর সংঘর্ষ, ৭ ট্রাকে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় বালি বিক্রিকে কেন্দ্র করে দু‘গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এঘটনায় সাতটি ট্রাকে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসী।

শনিবার (২৬ মে) রাত ১০টার দিকে আনোয়ারার বটতলী ইউনিয়ন ও বারশত ইউনিয়নের দুই গ্রামবাসীর সংঘর্ষে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহ্ আলম, জাহাঙ্গীর, আনছার, আবদুর রশিদ, আবদুর সবুর, মো. সালাম, সামশুল আলম, মো. হারুন, মো. জহির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলায় স্থানীয় তালুকদার কমিউনিটি সেন্টার ভাঙচুর করা হয়েছে। এছাড়া একটি ইটভাটার সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ওই সময় রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানও ভাঙচুর করা হয়।

স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. কাইয়ুম শাহ্ বলেন, জহির নামে একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দু‘গ্রাম বাসির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, বটতলীতে মারামারি খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ফায়ার সার্ভিস গিয়ে কিছু জ্বলন্তগাড়ির আগুন নিভায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আসতে সাতটি ট্রাক পুড়ে গেছে। এঘটনায় একটি কমিউিনিটি সেন্টার ভাংচুর করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর