thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঢাকায় ৩ বছরের বেশি থাকা শিক্ষকদের বদলি

২০১৮ মে ২৭ ১১:৫৩:২১
ঢাকায় ৩ বছরের বেশি থাকা শিক্ষকদের বদলি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের অন্যত্র বদলি করে দিতে বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রবিবার (২৭ মে) কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বদলিসংক্রান্ত এক মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যর জবাবে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্যে করছে।

প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন, কেন? তিন বছর পর পর তো বদলি করার কথা। তাহলে এর জন্য তো মন্ত্রণালয়-অধিদপ্তর দায়ী।

এ সময় প্রধান বিচারপতি বলেন, ঢাকার সরকারি বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা তিন বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর