thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গুলশানে 'মিরাজ' শিশা বার সিলগালা

২০১৮ মে ২৮ ০৮:১৮:০৪
গুলশানে 'মিরাজ' শিশা বার সিলগালা

দ্য রিপোর্ট ডেস্ক : রাজধানীর গুলশানে 'মিরাজ' নামে একটি শিশা বার কাম রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সেটিকে আট লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

রবিবার (২৭ মে) রাত ৯টায় গুলশান-১ এর ৩ নম্বর রোডের ৯/এ নম্বর বাড়ির এই শিশা বারটি সিলগালা করা হয়।

ডিএমপি'র সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বলেন, রেস্তোরাঁটিতে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার বিক্রি করা হচ্ছিল। এ সময় সেখান থেকে ২৮টি হুক্কা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই শিশা বারটির কোনো বৈধ অনুমতি ছিল না। ভ্রাম্যমাণ আদালত রেস্তোরাঁর কিচেনে গিয়ে ব্যবহৃত তেল দিয়ে খাবার রান্নারও প্রমাণ পেয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকা অনুযায়ী ঢাকায় অবৈধভাবে ১০৪টি শিশা বার পরিচালিত হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর