thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ইমরানের উপর হামলার প্রতিবেদন ৪ জুলাই

২০১৮ মে ২৮ ১২:৩১:৫৯
ইমরানের উপর হামলার প্রতিবেদন ৪ জুলাই

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৮ মে) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত এ নতুন দিন ধার্য করেন।

২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় ৪-৫ জন আহত হন।

হামলার পর ওইদিন রাত সাড়ে ১০টার দিকে গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৪। মামলায় অজ্ঞাতনামা ১০-১১ জনকে আসামি করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর