thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

বাসে ঈদেরটিকেট ৩০ মে থেকে

২০১৮ মে ২৮ ১৬:২৩:৫৯
বাসে ঈদেরটিকেট ৩০ মে থেকে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ৩০ মে থেকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আগাম টিকেট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

সেদিন থেকেই উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাসের টিকেট কেনা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার।

তিনি সোমবার বলেন, ‘৩০ মে সকাল থেকে সব বাসের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে টিকেট বিক্রি হবে। যতক্ষণ পর্যন্ত টিকেট থাকবে, ততক্ষণ বিক্রি চলবে।’

চট্টগ্রাম রুটের বাসের আগাম টিকেটও সেদিন থেকে পাওয়া যাবে বলে জানান তিনি।

মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক বলেন, এই টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের এবং সিলেট বিভাগের কয়েকটি রুটে চলাচলকারী বাসের আগাম টিকেট দেওয়া হবে।

‘আমরা ৩০ তারিখে উত্তরবঙ্গ এবং সিলেটের টিকেট দিব।’

তবে ময়মনসিংহসহ কাছাকাছি দূরত্বের বাসের টিকেট ঈদের ছুটি শুরু হওয়ার পর বিক্রি করা হবে বলে জানান তিনি।

‘মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি দিয়েছিল ৩০ তারিখ থেকে টিকেট বিক্রি শুরু করার জন্য। কিন্তু আমাদের এখানে স্বল্প দূরত্বের টিকেট অগ্রিম বিক্রি করা হয় না।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি ১ জুন থেকে বিক্রি শুরু হচ্ছে। বিভিন্ন স্থানে সড়কের খানা-খন্দ থাকলেও ঈদের আগেই মেরামত করার চেষ্টা চলছে। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের আশা করছেন, ঈদে বাসযাত্রা স্বস্তিদায়কই হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর