thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আগারগাঁওয়ে নারীর খণ্ডিত লাশ উদ্ধার

২০১৮ মে ২৮ ১৭:১৬:৫৩
আগারগাঁওয়ে নারীর খণ্ডিত লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিপরীত পাশ থেকে এক নারীর গলা থেকে নাভি পর্যন্ত খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম হোসেন জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিপরীতে নতুন রাস্তায় একটি ব্যাগ থেকে মস্তকবিহীন এক নারীর গলা থেকে নাভি পর্যন্ত খণ্ডিত লাশ পাওয়া যায়।

হত্যার পর লাশটি কয়েকদিন ফ্রিজে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এরপর ব্যাগে করে লাশটি ফেলা হয়।

এর আগে রবিবার রাতে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে এক নারীর দুটি পা ও একটি হাত উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। অঙ্গগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সকালে আগারগাঁওয়ে পাওয়া মস্তকবিহীন লাশ আর রবিবার রাতে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপরে পাওয়া দুটি পা ও একটি হাত একই নারীর হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। তবে বিষয়টি ডিএনএ টেস্টের পরই নিশ্চিত হওয়া যাবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর