thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে ২ জনের মৃত্যুদণ্ড

২০১৮ মে ২৮ ২০:১৯:৩৩
চট্টগ্রামে ২ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে ছয় বছর আগে বন্ধুকে হত্যার পর লাশ গুমের ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এই রায় দেন।

দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- আলী আজম ও মোহাম্মদ আলম। এদের মধ্যে আলম কারাগারে থাকলেও আজম জামিন নিয়ে পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, হত্যার পর লাশ গুমের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

খালাস পেয়েছেন নাইমুল ইসলাম রাকিব ও মোহাম্মদ নাছের।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, সিএনজি অটোরিকশা বিক্রির টাকা আত্মসাতের জন্য বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকার বাসিন্দা আক্তার হোসেনকে তার বন্ধুরা ২০১২ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গহীন পাহাড়ে নিয়ে হত্যা করে লাশ গুম করে।

আক্তারের খোঁজ না পেয়ে তার ভাই রফিক হাটহাজারী থানায় ওই বছরের ১৫ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে মামলা করেন।

ওই ঘটনায় আসামি আজম ও আলমকে গ্রেফতারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর