thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে গণপিটুনিতে ডাকাত নিহত  

২০১৮ মে ২৯ ০৮:৪৩:৪৪
যশোরে গণপিটুনিতে ডাকাত নিহত
 

যশোর প্রতিনিধি : যশোরে গণপিটুনিতে বুলি (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (২৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর মাজারের পাশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে। নিহত বুলি যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় একদল ডাকাত গাছ কেটে সড়কে ডাকাতির চেষ্টা করে। এ সময় ডাকাতদের কবলে পড়া লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। ধাওয়ার মুখে অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে তারা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর