thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

‘বন্দুকযুদ্ধে’ ঢাকাসহ সারাদেশে নিহত ১৫

২০১৮ মে ৩০ ০৮:১৯:০৬
‘বন্দুকযুদ্ধে’ ঢাকাসহ সারাদেশে নিহত ১৫

দ্য রিপোর্ট ডেস্ক : রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানে এবং নিজেদের মধ্যে বিরোধে নয় জেলায় পুলিশ, র‌্যাব ও নিজেদের মধ্যে সঙ্গে তথকথিত ‘বন্দুকযুদ্ধে’ ১৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত থেকে বুধবার (৩০ মে) ভোররাত পর্যন্ত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এর মধ্যে ঢাকায় চার, মাগুরায় তিন, বেনাপোলে দুই এবং নড়াইল, কুমিল্লার বুড়িচং, চট্টগ্রাম, কক্সবাজার, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে একজন করে মোট ১৫ জন নিহত হয়েছেন।

পুলিশ ও র‌্যাবের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে একজন ডাকাত দলের সদস্য।

ঢাকা : রাজধানীর ভাষানটেক দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতাউর রহমান আতাসহ (৪৬), বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)।

র‌্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুর কবির গণমাধ্যমকে জানান, মাদক বিক্রেতাদের অবস্থান নিশ্চিত হয়ে রাতে লোহার ব্রিজ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে আতাসহ তিন মাদক বিক্রেতা নিহত হন।

তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আশুলিয়া : ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৩০ মে) ভোর রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ভোর রাতে একদল ডাকাত মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত গুরুতর আহত হন এবং তার সঙ্গীরা পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা : মাগুরার শহরতলীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ মে) দিনগত রাত ২টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৩২০ গ্রাম হেরোইন, এক কেজি গাঁজা, ছয় বোতল ফেনসিডিল, ছয়টি রাইফেলের গুলি ও আটটি গুলির খোসা উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শহরের ইসলামপুর পাড়ার রাজ্জাক ঢালীর ছেলে রায়হান ঢালী ওরফে বিট্রিশ, ভায়না এলাকার মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার ও শহরের নতুন বাজার বৈরাগি পাড়ার খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী ওরফে কালা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন গণমাধ্যমকে জানান, রাতে মাঠপাড়া এলাকায় গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ধারণা করছে, নিহতরা মাদক ব্যবসায়ী। মাদকের দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ওসি আরও জানান, রায়হান ও কালার নামে ১০টি ও বাচ্চুর নামে থানায় সাতটি মামলা রয়েছে।

বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৯ মে) ভোররাত ৩টার দিকে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম বড়আঁচড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃত শাহাজানের ছেলে লিটন (৩৪) ও অজ্ঞাত (৪০)। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান গণমাধ্যমকে জানান, বুধবার ভোরে বেনাপোল বড়আঁচড়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা, ১টি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

নড়াইল : নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজিব (২৬) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মে) দিনগত রাত ২টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

সজিব নড়াইল সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আলতাবের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, মাদক বিক্রেতারা এলাকাতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে রাতে মালিবাগ এলাকায় অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সবুজ গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তার সঙ্গীরা পালিয়ে যান। পরে সবুজকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে ২৭৬ পিস ইয়াবা, রিভলবার, দুই রাউন্ড গুলি, তিনটি দা উদ্ধার করা হয়। সবুজের বিরুদ্ধে থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

বুড়িচং : কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোসমত আলী নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের লরিবাগ রাস্তায় এ ঘটনা ঘটে।

রোসমত উপজেলার কালিকৃষ্ণ নগরের মৃত আলী আহমেদের ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে গণমাধমকে জানান, মাদকের চালান যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে লরিবাগ এলাকায় অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে রোসমত গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং তার সঙ্গীরা পালিয়ে যান।

তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে পাইপগান, কার্তুজ ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোসমতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় সাতটি মামলা রয়েছে।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসহাক নামে (৩৫) এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ইসহাক নগরের কোতোয়ালি থানার ঝাউতলা কলোনির মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান গণমাধ্যমকে জানান, রাতে টাইগারপাসের পলোগ্রাউন্ডে মাদক বিক্রেতাদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের মোবাইল টিম অভিযান চালায়। টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ইসহাক গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং তার সঙ্গীরা পালিয়ে যান।

তিনি আরো জানান, এসময় ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। ইসহাকের বিরুদ্ধে থানায় ১৯টি মামলা রয়েছে।

কক্সবাজার : কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নেত্রকোনার শীর্ষ মাদক বিক্রেতা ও ১০ মামলার আসামি মজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দু’টি খালি খোসা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯) দিনগত রাত সোয়া ১২টার দিকে শহরের কবিতা চত্বর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

মজিবুর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন গণমাধ্যমকে জানান, নেত্রকোনার চিহ্নিত ইয়াবা বিক্রেতা মজিবুর। তিনি ইয়াবা কেনার জন্য নিয়মিত কক্সবাজার আসা যাওয়া করতেন। তার গতিবিধি দীর্ঘদিন পর্যবেক্ষণ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সকালে তিনি ইয়াবা কিনতে শহরের একটি হোটেলে অবস্থান নেন। রাতে তিনি ইয়াবা কেনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় র‌্যাব পিছু ধাওয়া করলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হলে কবিতা চত্বরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী তানজিল হোসেন (৪০) নিহত হয়েছে।

বুধবার (৩০ মে) ভোরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুনপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ৪ রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধারের দাবি করছে পুলিশ।

নিহত তানজিল চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

সদর থানার ইন্সপেক্টর আমির আব্বাস জানান, প্রায় আধাঘণ্টা ব্যাপী বন্দুকযুদ্ধের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সড়কের একটু দূরে জঙ্গলের মধ্য থেকে গুলিবিদ্ধ অবস্থায় তানজিলকে উদ্ধার করে। পরে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি শাটারগান, ৪ রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধের সময় উপ-পরিদর্শক রবিউল হক ও কনস্টেবল আব্দুস সবুরও আহত হয়েছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশান হাবিব (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় একটি ওয়ান শুটারগান, এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ মে) ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের পাশের একটি ইউক্যালিপটাস বাগানের ভেতরে এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।

নিহত আশান হাবিব কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটপাড়া গ্রামের ইজার উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর