thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুষ্টিয়া ছাত্রলীগ সহসভাপতি দুর্বৃত্তের গুলিতে নিহত

২০১৮ মে ৩০ ০৯:০৫:৫৪
কুষ্টিয়া ছাত্রলীগ সহসভাপতি দুর্বৃত্তের গুলিতে নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি নাজমুল (৩২) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (৩০ মে) ভোর রাত ৩টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নাজমুল সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার আলতাফ হোসেনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুলের খালাতো ভাই মিলন গণমাধ্যমকে জানান, নাজমুল বাড়ির নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর