thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

লক্ষ্মীপুরের ইউপি চেয়ারম্যান ঢাকায় গুলিবিদ্ধ

২০১৮ মে ৩০ ০৯:০৯:৪৬
লক্ষ্মীপুরের ইউপি চেয়ারম্যান ঢাকায় গুলিবিদ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার সাত নম্বর বকশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী (৫৫) ঢাকার বংশালে গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৯ মে) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ জিহাদী গণমাধ্যমকে জানান, কেরানীগঞ্জের একটি এতিমখানার কিছু কাজের জন্য তিন/চার আগে ঢাকায় আসেন। রাতে বংশাল সিদ্দিক বাজার এলাকায় তার পরিচিত কিরণ নামে এক ব্যক্তির কাপড়ের দোকানে বসা ছিলেন। হঠাৎ এক যুবক দোকানকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময় গুলি তার বাম পায়ে লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ জিহাদী হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর