thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২০১৮ মে ৩০ ১১:৪৯:৫৯
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদ উপলক্ষে ঢাকায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বুধবার (৩০ মে) সকাল ছয়টা থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

সকালে বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারের সামনে অগ্রিম টিকিট কিনতে আগ্রহী নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা গেছে।

বাস কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে, ১৭ জুন সম্ভাব্য ঈদুল ফিতরের দিন ধরে ৭ থেকে ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন কাউন্টারে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, টিকিট কিনতে কেউ কেউ সাহ্‌রির পরই এসে সারি ধরেছে। আবার কেউ মঙ্গলবার রাতেই এসেছে।

টিকিটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকেই বিরক্ত হচ্ছিলেন। অপেক্ষমাণ ব্যক্তিদের মধ্যে যারা টিকিট হাতে পাচ্ছিলেন, তাদের বিরক্তি মুহূর্তেই মিলিয়ে মুখে হাসি ফুটছিল।

অন্যদিকে, কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে কেউ কেউ খেদ করছিলেন। বিভিন্ন বাস কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ সারি থেকে একটু পরপর উত্তেজিত লোকজনের শোরগোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল।

বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়েছে, ৭ থেকে ১৫ জুনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ১৩ ও ১৪ জুনের টিকিটের চাপ বেশি। সবাই ১৪ জুনের টিকিট কিনতে চাইছে।

কাউন্টারে কথা বলে জানা যায়, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। আগামী ৩-৪ দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, ভোর সোয়া ছয়টা থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু করেছি। বুধবার ১৩ ও ১৪ জুনের টিকিটের চাহিদা বেশি। বিভিন্ন গন্তব্যের এই দুই দিনের টিকিট সকাল ১০টার মধ্যে শেষ হয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর