thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৪৩

২০১৮ মে ৩১ ০৪:২৪:৫৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৪৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাসাবোর ওহাব কলোনি ও রামপুরা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ঢাকার অন্যতম মাদক স্পট হিসেবে পরিচিত ওহাব কলোনি থেকেই তালিকভুক্ত চার শীর্ষ নারী মাদক ব্যবসায়ীসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ মে) রাত ১০টার দিকে থানা পুলিশ ও ডিএমপি'র বিভিন্ন ইউনিটের সমন্বয়ে ওই দুই অভিযান শুরু করে পুলিশ। ডিএমপি'র মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই ওহাব কলোনি ও রামপুরায় অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ, ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম সদস্যদের সঙ্গে ডগ স্কোয়াডও অভিযানে অংশ নেয়।

ডিসি আনোয়ার আরো জানান, অভিযানে বাসাবোর ওহাব কলোনি থেকে চার নারী মাদক ব্যবসায়ীসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। অপর এক অভিযানে রামপুরা এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। তারপরও যাচাই বাছাই শেষে যদি কেউ নিরপরাধ থাকে তাদের ছেড়ে দেয়া হবে। বাকিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর