thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

গবেষণার জন্য শতাধিক মা তিমিকে হত্যা

২০১৮ মে ৩১ ০৪:৫৬:২৬
গবেষণার জন্য শতাধিক মা তিমিকে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ মেরুতে গ্রীষ্মকালীন মাঠ জরিপে গবেষণার জন্য ১২২টি গর্ভবতী তিমি মাছ মারলো জাপানি শিকারীরা। খবর- বিবিসির।

তিমি মাছ সংক্রান্ত আন্তর্জাতিক কমিশন (আইডব্লিওসি) এক প্রতিবেদনে জানান, মোট ৩৩৩টি তিমি মাছ ধরা হয়, এরমধ্যে ১২২টিকে মেরে ফেলা হয়।

জানা যায়, সরু ও গাঢ় ধূসর পৃষ্টবিশিষ্ট মিনকি নামে পরিচিত এসব তিমি মাছ মারা হয় এ গত বছরের শেষ দিক থেকে এ বছর মার্চ মাস পর্যন্ত।

জাপানি শিকারি দলটি ২০১৭ সালের নভেম্বরে দক্ষিণ সাগরের দিকে যাত্রা করে এবং এ বছরের মার্চ মাসে অভিযান শেষে ফিরে আসে।

জাপান জানিয়েছে, তিমি সংক্রান্ত গবেষণার কাজে এসব তিমি মারা হয়।

২০১৪ সালে 'প্রাণঘাতী গবেষণা'র বিরুদ্ধে জাতিসংঘ বিধিনিষেধ জারি করলেও তা অমান্য করে এ গবেষণা চালানো হয়।

দক্ষিণ মেরুতে প্রাণী বৈচিত্র্যের আচরণ ও বাস্তুতন্ত্রের পরিবর্তন বুঝতে এ গবেষণা অপরিহার্য ছিল বলে জানায় দেশটি।

তিমি মাছ নিয়ে জাপানের বৈজ্ঞানিক গবেষণার একটি প্রতিবেদনে বলা হয়, গবেষণাটির তৃতীয় মাঠ পর্যায়ের অনুসন্ধানের জন্য ৩৩৩টি মিনকি তিমি ধরা হয়, যার মধ্যে ১৫২টি পুরুষ ও ১৮১টি নারী।

গবেষণার তথ্যে দেখা গেছে, ১২২টি নারী তিমিই ছিল সন্তানসম্ভবা।

এদিকে গবেষণা শেষে মৃত তিমি মাছগুলো বিক্রি করে দেয়া হয়। রেস্টুরেন্টে খাবার মেন্যুতে বিক্রি হচ্ছে তিমি মাছের টুকরো।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর