thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৮ মে ৩১ ০৭:৩৩:৩৪
যশোরে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় দুই দল মাদক ব্যবসায়ীর ‘দ্বন্দ্বে’ অজ্ঞাতপরিচয় (৩০) যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩০ মে) ভোর রাত সোয়া ৩টার দিকে উপজলার ভাটার আমতলা এলাকার একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম গণমাধ্যমকে জানান, যশোর-মাগুরা সড়কের বাঘাপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকার একটি মেহগনি বাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্ব চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর