thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

খালেদা জিয়ার জামিন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে: রিজভী

২০১৮ মে ৩১ ১৭:৪৬:৩৮
খালেদা জিয়ার জামিন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে: রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘কুমিল্লার এই মামলায় তিনি কারাগারে থাকতে পারেন না, এটা মিথ্যা-বানোয়াট মামলা, তিনি নির্দোষ। এখানেই প্রমাণিত হয়, এটা সাজানো নথি, এই নথি সাজানো হয়েছে খালেদা জিয়াকে কষ্ট দেওয়ার জন্য।

রিজভী মনে করেন, খালেদা জিয়ার জামিন নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, এটা কারও নির্দেশে নয়, একমাত্র সরকারপ্রধান যিনি, তাঁরই নির্দেশে সবকিছু হচ্ছে।

শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তোফায়েল আহমেদ জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেখুন, শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ছেড়ে দেওয়া হচ্ছে। শুধু জোসেফ নয়, আরও অনেককেই এভাবে মুক্তি দেওয়া হয়েছে। জোসেফকে মুক্তির পর গোপনে বিদেশে পার করে দেওয়া হয়েছে। কী অদ্ভুত ব্যাপার!

কারাগারে খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, প্রতি মুহূর্তে তাঁর শারীরিক ব্যথা-যন্ত্রণাকে আরও তীব্র করার জন্যই তাঁকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। খালেদা জিয়াকে দেওয়া চিকিৎসকদের সব ব্যবস্থাপত্র কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে। এটিও গণতন্ত্র ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার এক গভীর ষড়যন্ত্রেরই অংশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর