thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

ভালুকায় যুবককে কুপিয়ে হত্যা

২০১৮ মে ৩১ ১৯:৫৮:৫৫
ভালুকায় যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছাইফুল ইসলাম (৪০) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ডাকাতিয়া চৌরাস্তা এলাকার বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘উপজেলার ডাকাতিয়া মধ্যপাড়া গ্রামের নব্বেছ আলীর ছেলে দুবাই প্রবাসী ছাইফুল ইসলাম কিছুদিন আগে দেশে আসেন। বুধবার ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেননি।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময় কে বা কারা তাকে এলোপাথারি কুপিয়ে খুন করে লাশ তার বাড়ির পাশের ধান ক্ষেতে ফেলে রেখে যায়। তবে হত্যার কারণ বা হত্যাকারী কারা তা সনাক্ত করতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/টিআই/এমএসআর/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর