thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

ময়মনসিংহে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

২০১৮ জুন ০১ ১২:৩৪:৪১
ময়মনসিংহে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুপক্ষের সংঘর্ষে আবুল হাসেম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। উপজেলার উত্তর বানাইল গ্রামে শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবুল হাসেমের ছেলে আলী উসমান (৪০) ও সুজন মিয়া (২৫), মেয়ে ঝর্ণা বেগম (২৭) এবং ওই এলাকার আবুবক্কর ছিদ্দিক ও তার ছেলে ইলিয়াস আলী (৪৫)। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, ‘আবুবক্কর ছিদ্দিকের হলুদ ক্ষেতে হাসেম আলীর মুরগি ঢোকাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এ পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের পাঁচজন আহত হন।’

তিনি বলেন, ‘গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসেমকে মৃত ঘোষণা করেন। হাসেমের বাড়ি ওই গ্রামে। এ ঘটনায় আবুবক্কর ও তার ছেলে ইলিয়াসকে আটক করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর