thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে: কাদের

২০১৮ জুন ০১ ১৬:১৭:৩১
বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি জিতবে না। এই আশঙ্কায় তারা নিজেরাই সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।’

শুক্রবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ঝটিকা অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে মহাসড়কে যানজটের কারণ, ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর গাড়ি।

এ ব্যাপারে বিআরটিএ ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।

জনদুর্ভোগ এড়াতে ঢাকা সিটি করপোরেশন এলাকায় খোঁড়া-খুড়ি বন্ধ রাখারও অনুরোধ জানান মন্ত্রী।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর