thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

প্রীতি ম্যাচ ফ্রান্সের কাছে ইতালির হার

২০১৮ জুন ০২ ০৯:৪৬:৩২
প্রীতি ম্যাচ ফ্রান্সের কাছে ইতালির হার

দ্য রিপোর্ট ডেস্ক : ফ্রান্স ও ইতালি ইউরোপের ফুটবল পরাশক্তির মধ্যে অন্যতম এই দুই দল। এবারের বিশ্বকাপে ফ্রান্স অন্যতম ফেভারিট। অথচ মূলপর্বে খেলা হচ্ছে না ইতালির। তাই বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলাটাই এখন দলটির জন্য সান্তনার। তবে সেখানেও ব্যর্থ আজ্জুরিরা। অ্যালিয়েঞ্জ রিভিয়েরা মাঠে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হয়েছিল দলটি। তাতে ৩-১ গোলের পরাজয় মেনে নিতে হয়েছে তাদের। আজ্জুরিদের হারিয়ে দিদিয়ের দেশমের শিষ্যরা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই যাবে রাশিয়া বিশ্বকাপে।

ম্যাচের আট মিনিটের মাথায় প্রথম গোলটি করে ফ্রান্স। স্ট্রাইকার আতোয়াঁ গ্রিজমানের ফ্রি-কিক পান দূরের পোস্টে ফাকায় দাঁড়ানো ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তার ভলি ঠেকিয়ে দেন ইতালিয় গোলরক্ষক সালভাতর সিরিগু। তবে ফিরতি বল থেকে গোল করেন ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।

২১তম মিনিটেই দ্বিতীয় গোল পেতে পারত ফ্রান্স। ২৫ গজ দূর থেকে নেয়া মিডফিল্ডার এনগোলো কান্তের শট নিচু শট সিরিগুকে পরাস্ত করলেও ডান পাশের পোস্টে বাধা পায়। এর ৮ মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান গ্রিজমান। জাতীয় দলে চার ম্যাচের খরার পর গোল পেয়েছেন তিনি।

৩৬ মিনিটের মাথায় খেলায় ফেরে ইতালি। ফরোয়ার্ড মারিও বালেতোল্লির ফ্রি-কিক ফিরিয়ে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। তবে ফিরতি বল জালে জড়িয়ে ব্যবধান কমান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।

দ্বিতীয়ার্ধেও ইতালিকে চাপের মুখে রাখে ফ্রান্স। ৬৫ মিনিটে এর ফলও পেয়ে যায় দলটি। ডি-বক্সের কিনারা থেকে দারুণ শটে গোলরক্ষকের মাথার উপরে দূরের কোণা দিয়ে বল জালে জড়ান ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

দ্বিতীয়ার্ধে ইতালি বেশ কিছু পাল্টা আক্রমণের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ফ্রান্সও করতে পারেনি কোন গোল। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

১৬ জুন তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সি-গ্রুপের ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ মিশন। এর আগে ১০ জুন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে দলটি।

অন্যান্য প্রীতি ম্যাচে চেক রিপাবলিককে ৪-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। মিশর ও কলম্বিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দক্ষিণ কোরিয়া ৩-১ গোলে হেরেছে বসনিয়ার কাছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর