thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঝিনাইদহে বাড়ি থেকে ডেকে যুবককে কুপিয়ে হত্যা

২০১৮ জুন ০২ ১১:৪৭:৫৭
ঝিনাইদহে বাড়ি থেকে ডেকে যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে ওয়াসিম (২৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ জুন) মধ্যরাতে শ্যামকুড় গ্রামের নিন্দাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম একই উপজেলার অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল আহসান গণমাধ্যমকে জানান, রাত ২টার দিকে ওয়াসিমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে শ্যামকুড় গ্রামের রাস্তার ধারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে টহল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ জানাতে পারেনি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাবিল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর