thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোল বন্দর টার্মিনালে আগ্নিকাণ্ড

২০১৮ জুন ০৩ ০৮:১০:১৭
বেনাপোল বন্দর টার্মিনালে আগ্নিকাণ্ড

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর টার্মিনালে আগুন লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৩ জুন) ভোর চারটার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম (ট্রাফিক) আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, ভোর চারটার সময় হঠাৎ করে বন্দরের ট্রাক টার্মিনালের পশ্চিম কোনায় আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান জানান, ভোর চারটার সময় বন্দর থেকে ফোন পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসেছি। একঘণ্টা ১০ মিনিট চেষ্টার পর আগুন ৮০ ভাগ নিয়ন্ত্রণে এসেছে। বাকি আগুন নেভাতে সময় লাগবে।

আগুন কিভাবে লেগেছে জানতে চাইলে তিনি বলেন, আগুন যে স্থানে লেগেছে, সেটা বৈদ্যুতিক শর্টসার্কিট এলাকা না। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সঠিক কারণ জানতে সময় লাগবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর