thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পঞ্চগড়ে আটকের পর হৃদরোগে মাদকাসক্তের মৃত্যু

২০১৮ জুন ০৩ ০৮:২৩:১২
পঞ্চগড়ে আটকের পর হৃদরোগে মাদকাসক্তের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটকের পর কাজল শেখ মাজু (৪৩) নামে এক মাদকাসক্ত ব্যক্তি হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা গেছেন।

শনিবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের বানিয়াপাড়া এলাকায় এক পুড়িয়া গাঁজাসহ মাজুকে আটক করে।

এরপর ভ্রাম্যমাণ আদালতে নেওয়ার পথে হঠাৎ সে অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শ্বাসকষ্ট শুরু হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মৃত মাজু শহরের নিউ মার্কেট (ঢাকাইয়া পট্টি) এলাকার হযরত আলীর ছেলে।

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, কাজল শেখ মাজু দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিলেন। রাতে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিল্লুর রহমান জানান, হার্ট অ্যাটাকে মাজুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর