thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

২০১৮ জুন ০৩ ১৫:০৬:২৭
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, ভয় দেখিয়ে ছয় মাস ধরে ধর্ষণ করা হয়েছে অভিযোগ করে ১৬ বছর বয়সী ওই কিশোরী শনিবার তার সৎ বাবাকে আসামি করে একটি মামলা করে।

আসামি মোহাম্মদ মজিদ (৪৯) কভার্ডভ্যানচালক। তিনি নগরীর মোগলটুলি এলাকায় কাটা বটগাছ মোড়ে ভাড়ায় বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

ওসি নেজাম বলেন, মজিদ ওই কিশোরীর মাকে বিয়ে করেন ১০-১২ বছর আগে। বিয়ের পর ওই কিশোরীও মজিদের পরিবারের সঙ্গেই থাকত।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ওই মহিলা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। মায়ের অনুপস্থিতিতে ষোলবছর বয়েসী মেয়েটিকে মজিদ ভয় দেখিয়ে ২০১৭ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে নিজঘরে ধর্ষণ করেন।

ওই মেয়ে অভিযোগ করেছে, ধর্ষণের কথা কাউকে বললে মা ও মেয়েকে মেরে ফেলার হুমকি দিত মজিদ। শুক্রবার ওই কিশোরী অসুস্থ হলে তার মা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন কিশোরীটির অন্তঃস্বত্তা হওয়ার বিষয়টি ধরা পড়লে ঘটনা প্রকাশ হয়ে যায়।’

শনিবার রাতে ধর্ষণের অভিযোগে মজিদের বিরুদ্ধে মামলার পরই তাকে গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর