thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

একরাম নির্দোষ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

২০১৮ জুন ০৩ ১৫:৩২:৫৬
একরাম নির্দোষ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফে নিহত পৌর কাউন্সিলর একরাম যদি নির্দোষ প্রমাণিত হন। তাহলে তাঁকে যারা দোষী সাব্যস্ত করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘যদি এটা তদন্তে প্রমাণিত হয় যে একরাম নির্দোষ, তাহলে তাঁকে যারা দোষী সাব্যস্ত করেছে, তারাই দোষী হিসেবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’

এ সময় বিএনপিতেও কোনো মাদকের গডফাদার আছে কি না, তা খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংসদ সদস্য আবদুর রহমান বদি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বদির মতো আরো কত বদি এ দেশে আছে। বদি মাদকের গডফাদার, আপনি কি সরাসরি এভাবে কথা বলতে পারেন? প্রমাণ কী? প্রমাণিত হলে বদিকেও ছাড় দেওয়া হবে না।’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দাবি, ২৬ মে রাতে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন। র‍্যাবের আরো দাবি, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

তবে শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন নিহত কাউন্সিলর একরামুলের পরিবারের সদস্যরা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর