thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লালমনিরহাট কারাগারে কয়েদির মৃত্যু

২০১৮ জুন ০৩ ২০:৪৫:২৯
লালমনিরহাট কারাগারে কয়েদির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা কারাগারে ইউসুব আলী (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তার মৃত্যু হয়। এর আগে রবিবার বিকেলে কারাগারে ইউসুব অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন।

ইউসুব আলী জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানীনগর এলাকার বাসিন্দা।

লালমনিরহাট জেল সুপার কিশোর কুমার নাগ জানান, ২০১৫ সালে মাদবকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড হয় ইউসুবের। সেই থেকে তিনি সাজা ভোগ করে আসছিলেন। এরই মধ্যে রবিবার বিকেলে হঠাৎ অ্যাজমা রোগে আক্রান্ত হলে তিনি কারাগারে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় কারাগার কর্তৃপক্ষ তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইউসুবের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এইচএম/এমএসআর/জুন ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর