thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

২০১৮ জুন ০৪ ১০:১৫:৩৪
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওয়ালী উল্লাহ নামে (৩৫) এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (৩ জুন) ইতালির ব্রেসিয়া এলাকায় হাইওয়ে রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রাইভেটকার নিয়ে ইতালির এক শহর থেকে আরেক শহরে (ভেরোনার) পথে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে গাড়িটি দুমড়ে-মুচড়ে উল্টো গেলে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত ওয়ালী উল্লাহর বাড়ি সাতক্ষীরায়।

মৃত্যুর পর তার কোনো সন্ধান না পাওয়ায় তার ভগ্নিপতি ব্রেসিয়ার অধিবাসী জালাল শনিবার (২ জুন) পুলিশকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছিলেন। নিহত ওয়ালী উল্লাহ ব্রেসিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা করতেন। তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশে বসবাস করছে। ইতালির ব্রেসিয়া বৃহত্তর কুমিল্লা সমাজের সভাপতি অ্যাড. নুরুল হকসহ সকল বাংলাদেশিরা ওয়ালী উল্লাহর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তার মরদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষ হলে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর