thereport24.com
ঢাকা, শনিবার, ১ মার্চ 25, ১৭ ফাল্গুন ১৪৩১,  ১ রমজান 1446

বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার

২০১৮ জুন ০৪ ১৬:২৬:৩৫
বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: দশম জাতীয় সংসদের একবিংশতম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এ সরকারের শেষ বছরের বাজেট অধিবেশন এটি।

এ অধিবেশনেই ৭ জুন আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বেলা ১১টায় বসবে সংসদের বৈঠক। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের কার্যসূচি ঠিক করা হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ওই বৈঠকে অংশ নেবেন।

চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী দিনের জন্য বৈঠক মুলতবি করা হয়। জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য কুড়িগ্রামের এ কে এম মাঈদুল ইসলাম ১০ মে মারা যান।

মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার পর তার জন্য শোক প্রস্তাব উপস্থাপন করবেন স্পিকার। পরে সেই প্রস্তাবের ওপর রেওয়াজ অনুযায়ী আলোচনা করবেন সংসদ সদস্যরা। পরে স্পিকার অধিবেশন মুলতবি করবেন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এ ছাড়া রোজার মধ্যে প্রতিদিন বেলা ১১টা থেকে অধিবেশন বসতে পারে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৭ জুন জাতীয় সংসদে আওয়ামী লীগের বর্তমান সরকারের শেষ বাজেট পেশ করবেন।

এবার ভোটের বছরে বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকার মত হতে পারে বলে আগেই জানিয়ে রেখেছেন তিনি।

অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর পুরো অধিবেশনজুড়ে তার উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যেই নতুন অর্থবছরের বাজেট পাস করতে হবে।

১২ এপ্রিল শেষ হয় সংসদের বিংশতম অধিবেশন। সংবিধানের নিয়ম রক্ষার জন্য বসা ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল পাঁচটি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর