thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

আদালত তার নিজস্ব নিয়মে চলে: কাদের

২০১৮ জুন ০৪ ১৭:১৭:৪৫
আদালত তার নিজস্ব নিয়মে চলে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রায় পক্ষে গেলে বিএনপি আইন মানে আর বিপক্ষে গেলে বলে তা সরকারের হস্তক্ষেপ। তিনি আরো বলেন, আদালত তার নিজস্ব নিয়মে চলে। বিএনপি বা আওয়ামী লীগের কথায় চলবে না।

সোমবার ঈদ সামনে রেখে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বিশেষ সেবা নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।

ঈদ সামনে রেখে সারা দেশে বিভিন্ন রুটে বিআরটিসির ৯০৪টি বাস চলাচল করবে। ঢাকা মহানগরের ছয়টি ডিপো এবং গাজীপুর, নারায়ণগঞ্জ ডিপো থেকে ৪৭৫টি বাস চলবে। বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার। এ ছাড়া বিভিন্ন ডিপোর অধীন ৫৪টি বাস রাজধানীসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে জরুরি অবস্থা নিরসনে অবস্থান করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়াকে কেন জামিন দিচ্ছেন না—বিএনপি নেতাদের এমন প্রশ্ন সরকারের কাছে নয়, আদালতের কাছে জিজ্ঞাসা করা উচিত।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘যেটা তাদের বিরুদ্ধে যাবে ওটা সরকারের হস্তক্ষেপ। আর যেটা তাদের পক্ষে যাবে—আদালতের রায়—সেখানে বিচার বিভাগ স্বাধীন। তাদের পক্ষে না গেলে তারা আইন মানে না, বিচার মানে না, বিচার ব্যবস্থাও মানে না। বিষয়টা আদালতকেই জিজ্ঞেস করুন। বেগম জিয়াকে (জামিন বিষয়ে) কেন আবার আইন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আদালত আওয়ামী লীগ-বিএনপির কথায় চলবে না। আদালত আদালতের ভাষায় কথা বলবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর