thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

কুর্দিদের তাড়াতে তুরস্ক-যুক্তরাষ্ট্রের চুক্তি

২০১৮ জুন ০৫ ১০:৩০:৪০
কুর্দিদের তাড়াতে তুরস্ক-যুক্তরাষ্ট্রের চুক্তি

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার মানবিজ শহর থেকে কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের অপসারণ পরিকল্পনায় ওয়াশিংটন ও আঙ্কারা একমত হয়েছে।

সোমবার (৪ জুন) তুরস্ক ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওয়াইপিজি যোদ্ধাদের বিতাড়নে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে দোহাভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

খবরে বলা হয়েছে, মানবিজে পিপলস'স প্রটেকশন ইউনিটসের(ওয়াইপিজি) যোদ্ধাদের উপস্থিতি নিয়ে দ্বিপক্ষীয় বিতর্কের অবসান ঘটাতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ।

কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে আসছে আঙ্কারা। বিপরীতে জঙ্গীগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের প্রধানমিত্র তারা।

তুরস্ক মনে করে, কুর্দিস্থান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি(পিওয়াইডি) ও তাদের সশস্ত্র শাখা ওয়াইপিজের সঙ্গে নিষিদ্ধ কুর্দিস্থান ওয়ার্কস পার্টির (পিকেকে) সম্পর্ক রয়েছে।

কয়েক দশক ধরে তুরস্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে পিকেকে। এতে এ পর্যন্ত হাজার হাজার লোক নিহত হয়েছেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ক্যাভুসোগলু বলেন, ওয়াইপিজি বা পিকেকের ব্যাপারে যে একটা অগ্রগতি হয়েছে, তাতে আমি সন্তুষ্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেওর সঙ্গে বৈঠকে বাস্তবিক ফল প্রত্যাশা করছি।

এক যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর