thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

২০১৮ জুন ০৫ ১১:৪৪:৩৫
জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (৫ জুন) বেলা সোয়া ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

চলমান সংসদের ২১তম এ অধিবেশনে আগামী ৭ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এর আগে সংসদ সদস্যরা বাজেটের ওপর আলোচনায় অংশ নেবেন।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাজেট অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। তবে স্পিকার প্রয়োজন মনে করলে এর সময়সীমা বাড়াতে বা কমাতে পারেন। রমজানের সময় প্রতিদিন বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। তবে ঈদের পর আগের মতোই বিকেলে অধিবেশন শুরু হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ. স. ম ফিরোজ, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।

জানা গেছে, আসন্ন বাজেট সম্পর্কে জানতে ও সংসদে এ নিয়ে আলোচনায় সহযোগিতা দিতে সদস্যদের জন্য জাতীয় সংসদে চালু হচ্ছে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক। সোমবার থেকে চালু হলেও আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এবার প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত প্রাপ্ত নোটিশ অনুযায়ী, এ অধিবেশনে পাসের অপেক্ষায় রয়েছে ৪টি বিল, কমিটিতে পরীক্ষাধীন ৭টি ও উত্থাপনের অপেক্ষায় আছে আরও ৬টি বিল। এর আগে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর