thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে মাদকের আখড়া গুঁড়িয়ে দেয়া হবে: ডিএমপি কমিশনার

২০১৮ জুন ০৫ ১৬:০৯:২৮
রাজধানীতে মাদকের আখড়া গুঁড়িয়ে দেয়া হবে: ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর সব মাদকের আখড়া গুঁড়িয়ে দেয়া হবে। যেভাবে জঙ্গিবাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেয়া হয়েছে। বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকার সব মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। মাদকের আখড়ায় অভিযান চলবে। মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী, মদদদাতা, আশ্রয়দাতারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মাদকবিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিরপরাধ কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘সোমবার সারাদেশে অভিযানে ২০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ২৭ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাব।

এছাড়া একইদিন রাজধানীর হাতিরঝিল ও মধুবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অবশ্য যাচাইবাছাই করে তাদের মধ্যে ১৭ জনকে ছেড়ে দেয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর