thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মক্কায় ইতিকাফে বসছেন বাদশাহ, কঠোর নিরাপত্তা

২০১৮ জুন ০৬ ০১:০৭:৪০
মক্কায় ইতিকাফে বসছেন বাদশাহ, কঠোর নিরাপত্তা

দ্য রিপোর্ট ডেস্ক: রমজানের শেষ ১০ দিনে মক্কার পবিত্র মসজিদে হারাম শরিফে ইতিকাফে বসছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ইতিকাফকারী ও বাদশাহ সালমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরব নিউজের এক খবরে বলা হয়েছে, বাদশাহ সালমান এ লক্ষে সোমবার জেদ্দা থেকে মক্কা নগরীতে পৌঁছেছেন। মক্কায় বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল আল-সৌদ।

এদিকে মক্কা নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। হারাম শরিফে প্রবেশের সব রাস্তায় নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তাবাহিনীর হেলিকপ্টার কিছুক্ষণ পর পরই চক্কর দিয়ে যাচ্ছে হারাম শরিফের ওপর দিয়ে।

অন্যদিকে পবিত্র দুই মসজিদে ইতিকাফকারীদের জন্য ডিজিটাল লকসহ ৫০০ লকার বসানো হয়েছে। মক্কায় মসজিদে আল-হারামের লকারে চার্জার প্লাগও রয়েছে। এ ছাড়া ইতিকাফকারীদের জন্য একটি বালিশ, জায়নামাজ এবং টাওয়েলসহ পরিচ্ছন্নতার সরঞ্জামাদিও রয়েছে।

রমজান মাসের শেষ দশক মসজিদে ইতিকাফ বা অবস্থান করা সুন্নতে মুয়াক্কাদা । আরবি ‘ইতিকাফ’ শব্দের আভিধানিক অর্থ অবস্থান করা, স্থির থাকা, কোনো স্থানে আটকেপড়া বা আবদ্ধ হয়ে থাকা। শরিয়তের পরিভাষায় রমজান মাসের শেষ ১০ দিন বা অন্য কোনো দিন জাগতিক কাজকর্ম ও পরিবারপরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতের নিয়তে মসজিদে বা ঘরে নামাজের স্থানে অবস্থান করা ও স্থির থাকাই হচ্ছে ইতিকাফ।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৫,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর