thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ট্রাম্প-কিমের বৈঠক সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে

২০১৮ জুন ০৬ ১১:০৩:২৮
ট্রাম্প-কিমের বৈঠক সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপের একটি হোটেলে অনুষ্ঠিত হবে। বৈঠকের এই স্থান সম্পর্কে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। খবর- বিবিসির।

আগামী ১২ জুন ঐতিহাসিক এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের আগে এখনো অনেক কিছুই বাকি।

এটি হতে উত্তর কোরিয়ার কোনো নেতা এবং যুক্তরাষ্ট্রের চলমান প্রেসিডেন্টের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো বৈঠক।

ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, বৈঠককে ঘিরে পরিকল্পনা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘বৈঠকের আগে সম্পর্কের অনেক উন্নয়ন প্রয়োজন এবং অনেক অনেক আলোচনা চলছে।’

ট্রাম্প বলেন, ‘বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ- ওই দিনগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ।’

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর