thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ইমরান এইচ সরকার আটক 

২০১৮ জুন ০৬ ১৭:৪০:২৮
ইমরান এইচ সরকার আটক 

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর শাহবাগে মানববন্ধন করার সময় গণজাগরণমঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে রাজধানীর শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’মানববন্ধন করার সময় তাকে আটক করা হয়। র‌্যাব-৩-এর অধিনায়ক এমরানুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এক সময় শাহবাগে মানবতাবিরোধীদের বিচারের দাবিতে সমাবেশ করে আলোচনার কেন্দ্রে এসেছিলেন মি. সরকার।

র‌্যাব-৩-এর অধিনায়ক এমরানুল হক বলেন, ‘শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনি-প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গণজাগরণমঞ্চের একজন নেতা জানান, বুধবার বিকেলে শাহবাগে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় গণজাগরণমঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ ও র‌্যাব-৩। এরপর পুলিশ ও র‌্যাব সদস্যরা একসঙ্গে তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।’তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে র‌্যাব-৩-এর সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। মাইক্রোবাসের সামনে পেছনে র‌্যাবের দু’টি পিকআপ ছিল।’

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ‘আমরা কাউকে আটক করিনি। ছাত্র ইউনিয়নের একটি মানবন্ধন চলছিল। সেখানে ইমরান এইচ সরকারও ছিলেন।’তাকে আটক করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
(দ্য রিপোর্ট/টিআইএম/৬জুন,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর